চট্টগ্রাম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৪০০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার যা ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

 

মঙ্গলবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে গত ১১ জুন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ৯ জুন এবং ২৪ ও ২৫ মে দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ৬৬২ টাকা কমানো হয়।

 

তিন দফা দাম কমানোর পর এখন দ্বিতীয় দফায় বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) প্রতি ভরি এক লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৮৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮০ হাজার ৬১ টাকায় বিক্রি করা হবে।

 

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট