চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩

বাঁশখালী সংবাদদাতা

২৫ জুন, ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে ৩টায় কালিপুর ইউনিয়নের পিএবি সড়কের ফকিন্নি বাপের মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহত একজনের নামপরিচয় জানা গেছে। তিনি হলেন- সিএনজি অটোরিকশা চালক পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার মো. আক্কাস উদ্দিনের ছেলে মোহাম্মদ ইরফান উদ্দিন (৪০)। তাকে বাঁশখালী গুণাগরি মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

গুণাগরি মা শিশু জেনারেল হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ইরফান হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

 

রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অটোরিকশা-কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট