চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় মধ্যরাতে ঘরে ঢুকে পড়ল গ্রিনলাইন পরিবহনের বাস

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৪ | ৩:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় গ্রিনলাইনের পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

সোমবার (২৪ জুন) দিবাগত রাত দেড়টায় পটিয়া বাইপস সড়কে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক জানান, গতকাল সোমবার রাতে গাড়িটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে আসছিল। দিবাগত রাত দেড়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বসতভিটায় বাসটি ঢুকে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট