চট্টগ্রাম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হজে গিয়ে ৪৭ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ১৪৮১৬ জন

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৪ | ২:২৯ অপরাহ্ণ

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন।

 

মঙ্গলবার (২৫ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক।

 

হেল্প ডেস্কের তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হাজি। এর মধ্যে ছিল বাংলাদেশ বিমানের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইট। হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে ২২ জুলাই।

 

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৭ বংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।‌ এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জনের মৃত্যু হয়। বাকি ৩০ জন‌ হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা যান।

 

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ৪৭ জন হাজি মারা যাওয়ার খবর বলা হয়েছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। মক্কায় ৩৬ জন, মদিনায় ৪ ও মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট