চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে মন্দির থেকে স্বর্ণ ও দানবাক্সের টাকা চুরির অভিযোগ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৪ জুন, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈয়দপুর ইউনিয়নের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে।

 

মন্দির কমিটির সভাপতি অমল চন্দ্র কর্মকার বলেন, সোমবার ভোরে মন্দিরের পুরোহিত মন্দিরে পূজা দিতে গেলে তখন দেখতে পান মন্দিরের গ্রিল ভেঙে পড়ে আছে। প্রতিমার গায়েও কোনো স্বর্ণালংকার নেই। এছাড়া মন্দিরের দানবাক্স ভেঙে টাকাও নিয়ে যায় চোরের দল।

 

তিনি বলেন, মন্দিরের পাশের একটি সিসিটিভির ফুটেজে দেখা যায় একই সময় মুখোশ পরা তিনব্যক্তি লোহার শাবল নিয়ে মন্দিরের দিকে আসছে। পরে সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ এসে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরের পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মন্দিরে ফেলে যাওয়া শাবলসহ সরঞ্জাম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা।

 

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে জোর তদন্ত চলছে। মন্দির পরিচালনা কমিটিকে বলেছি থানায় লিখিত অভিযোগ করার জন্য। তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট