চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ইয়াবাসহ মাদককারবারি আটক

কুতুবদিয়া সংবাদদাতা

২৪ জুন, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২৩ জুন) রাতে উপজেলার বন বিভাগ অফিসের সামনে রাস্তার ওপর মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

 

আটক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ কালু (২৬) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার আব্দু শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে আরও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় উপজেলার সদর বড়ঘোপের বন বিভাগ অফিসের সামনে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই কারবারিকে আটক করা হয়।

 

এ সময় তাকে তল্লাশি করে লুঙ্গির নিচে বাম পায়ের হাঁটুতে বিশেষ কায়দায় লুকানো নীল পলিপ্যাক ভর্তি ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এদিকে বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির পূর্বকোণকে বলেন, আটক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট