চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আহত মইনউদ্দিন আল মাইজভাণ্ডারী

নাতিকে মারধরের প্রতিবাদ জানাতে গিয়ে প্রেমিকার বাড়িতে মাথা ফাটলো দাদার

কর্ণফুলী সংবাদদাতা

১৯ জুন, ২০২৪ | ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রেমিকার বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলের সময় প্রেমিককে মারধরের জেরে দুই পক্ষের মারামারিতে প্রেমিকের দাদার মাথা ফেটে গেছে। আহত প্রেমিকের দাদা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য মইনউদ্দিন আল মাইজভাণ্ডারী।

 

মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট এলাকার কোদাইল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।

 

আহত দাদা মইনউদ্দিন আল মাইজভান্ডারি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও দুই চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে প্রেমিকার বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রেমিক যাতায়াতের সময় প্রেমিকার পক্ষের লোকজন তর্কাতর্কিতে জড়িয়ে তাকে মারধর করেন। পরে বিষয়টি জানতে পেরে দাদা মইনউদ্দিন আল মাইজভাণ্ডারী নাতিকে মারধরের প্রতিবাদ জানাতে রাতে লোকজন নিয়ে প্রেমিকার বাড়িতে গেলে কথা কাটাকাটিতে উত্তেজিত হয়ে দুই পক্ষের লোকজন মারামারি ও ইটপাটকেল ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মোবারক হোসেন বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে দু’পক্ষের সাথে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ছোঁড়া ইট-পাটকেল ও বোতলের আঘাতে আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ‘শিকলবাহায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনপক্ষ মামলা করতে থানায় আসেনি।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট