চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ হারাল কলেজছাত্র

বাঁশখালী সংবাদদাতা

১৯ জুন, ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে সজীব উদ্দিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সজীব উদ্দিন বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ফজল কাদেরের ছেলে।

 

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী।

 

স্থানীয়রা জানান, সজীব উদ্দিন নগরীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসেন। গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করেন। রাতে বাড়ি ফেরার সময় ঝড়, বৃষ্টি, বাতাস ও বজ্রপাতের কবলে পড়ে। বৃষ্টি থামার জন্য মাইজপাড়া এলাকায় একটি দোকানের সামেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে আবার বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে একটি বজ্রপাত সজীব উদ্দিনের শরীরে আঘাত করে। শরীরের কাপড় পুড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে প্রতিবেশিরা বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, বুধবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট