চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

১৮ জুন, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে চট্টগ্রামের সিভিল সার্জন। মঙ্গলবার (১৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিশু কনসালটেন্ট ডা. রুবেলকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সাথে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, ১৭ জুন (সোমবার) রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের নতুন পাড়া এলাকায় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় আদিবা নামে এক শিশু । পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার ও নার্সের অবহেলায় মারা যায় আদিবা।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট