খেলার মাঠে গোল বারে ঝুলতে গিয়ে দুর্ঘটনাবশত পেটে আঘাত পেয়ে মোহাম্মদ আরাফাত (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মইজ্জ্যারটেক আবাসিকের একটি টার্ফ মাঠে এ ঘটনা ঘটে।কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরাফাত চরপাথরঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আক্কেল আলীর বাড়ির নূর হোসেন প্রকাশ গুরা মিয়ার ছেলে। ছেলেটি মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, টার্ফে খেলতে গিয়ে নিহত আরাফাতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করায় লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/নয়ন/আরআর/পারভেজ