সিঙ্গাপুরে এএইচএফ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ চলছেই। হকির নারীদের এই আসরে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের পর মঙ্গলবার (১৮ জুন) শ্রীলঙ্কাকে বিধস্ত করেছে বাংলাদেশ। অর্পিতার চার গোলের সুবাদে লঙ্কানদের ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল সবুজ দল।
শুরুতে রিয়া আমিন ২ মিনিটে আক্রমণ থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে ৪ মিনিটে শ্রীলঙ্কা দুই গোল করে এগিয়ে গিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়। রাজাপাকসে দিলহানি জোড়া গোল করে ভয় ধরিয়ে দেন। পিছিয়ে পড়েও বাংলাদেশ হতোদ্যম হয়নি। পরবর্তীকালে পেটাল্টি কর্নার থেকে অর্পিতা পাল একাই চারটি গোল করে বাংলাদেশকে বড় ব্যবধানে লিড এনে দেন। ২৪,২৫,২৮ ও ৩২ মিনিটে গোল করেন তিনি।
মাঝে এমা নাদিরা ১৯ মিনিটে দ্বিতীয় গোল করেন। আর ২৯ মিনিটে সোনিয়া খাতুন একটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এই জয়ে বাংলাদেশের মেয়েদের জুনিয়র এশিয়া কাপের মূল পর্ব অনকেটাই নিশ্চিত হলো।
পূর্বকোণ/আরআর/পারভেজ