বোয়ালখালীতে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এছাড়াও ২০টি মুরগী জীবন্ত দগ্ধ হয়েছে। গতকাল সোমবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি ঋষিমঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অদৈত ভাণ্ডার, বিমল স্টোর ও একটি লন্ড্রি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার পংকজ চৌধুরী বলেন, আগুনে তিন দোকানের প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুই রক্ষা করা যায়নি। দোকানে বিক্রির জন্য রাখা ফার্মের ২০টি মুরগিও পুড়ে মারা গেছে।
পূর্বকোণ/পিআর