চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে হালিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৮ জুন) ভোর ৫টায় উপজেলার বখতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুলদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত মফজল মিস্ত্রীর স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে গুলদার বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়ি পড়ে। আগুনে পুড়ে হালিমা বেগম নামের এক বৃদ্ধা মারা যান। আগুনে প্রায় ৭টি বতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, আগুনে পুড়ে এক বৃদ্ধান নিহত হয়েছেন। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ