চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৮ জুন, ২০২৪ | ১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। সোমবার(১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের শাহজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাধঁন সাহা (১৮) ওই এলাকার বিভাস সাহার ছেলে।

নিহতের ফুফাতো ভাই শান্ত জানান,সোমবার সন্ধ্যায় তার পড়ার ঘরে বিদ্যুতের সুইস অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে ।পরিবারের স্বজনরা তাকে চমেক হাসপাতালে না নিয়ে অক্সিজেন অনন্যা আবাসিক এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাধঁন সাহাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

পূর্বকোণ/খোরশেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট