চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন : ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সফর

অনলাইন ডেস্ক

১৪ জুন, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই সফরের দুই সপ্তাহের মাথায় এবার দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। গত দেড় দশকের ধারাবাহিকতায় ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে।

 

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো আজ শুক্রবার সকালে প্রথম আলোকে জানিয়েছে, ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যাবেন। পরদিন দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক।সফরের প্রস্তুতির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দ্বিপক্ষীয় সফরটি তুলনামূলক সংক্ষিপ্ত হবে। সে ক্ষেত্রে সফরটি ২১ জুন থেকে দুই দিনের হবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ওই দিন ঢাকায় থাকার কথা আওয়ামী লীগ সভাপতির।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন