কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. জাকারিয়া (৩২) নামে আরসার এক গান গ্রুপ কমান্ডারকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকারিয়া ওই ক্যাম্পের মৃত আলী জোহরের ছেলে।
র্যাব ১৫-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবু সালাম চৌধুরী জানান, ক্যাম্পে অভিযান চলাকালে পালানোর সময় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও দুইবার কারাভোগ করে বলে জানা গেছে। গ্রেপ্তার জাকারিয়াকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/মাহমুদ/এএইচ