চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

এম্বুলেন্সে করে হাসপাতাল থেকে হজে ১৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২৪ | ১:১১ অপরাহ্ণ

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজ পালনের জন্য মদিনার বিভিন্ন হাসপাতাল থেকে ১৮ জন রোগীকে বহনকারী ৩১টি এম্বুলেন্সের একটি কাফেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৩ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, নিজেদের চলমান চিকিৎসাসেবার সময় হাসপাতালে ভর্তি বিভিন্ন জাতীয়তার ১৮ জনকে হজযাত্রার জন্য এম্বুলেন্সে পবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে।
মদিনার জেনারেল ডিরেক্টরেট অফ হেলথ এফেয়ার্সের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম সম্পাদন হবে।

 

প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত প্রতিটি এম্বুলেন্স ডাক্তার, নার্স এবং প্যারামেডিকসহ ১০৬ জন স্বাস্থ্যসেবা পেশাদারের একটি নিবেদিত দল দ্বারা পরিচালিত হবে। এছাড়া এগুলোর সঙ্গে থাকবে রক্ষণাবেক্ষণ গাড়ি, অক্সিজেন সাপ্লাই, ভ্রাম্যমাণ ওয়ার্কশপ এবং দ্রুত হস্তক্ষেপ ইউনিট।

 

এসব হজযাত্রীর চিকিৎসাসেবায় যেন কোনধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করবে এম্বুলেন্সগুলো। মদিনার বেশ কয়েকটি হাসপাতালও এমন মহৎ কাজে হাত বাড়িয়ে দিয়েছে।

 

হজের পুরোটা সময় এই হজযাত্রীদের সঙ্গে থাকবে একটি মেডিকেল পর্যবেক্ষক দল। তারা সার্বক্ষণিকভাবে তাদের ওপর নজর রাখবে। যেন জরুরি কোন পরিস্থিতির সৃষ্টি হলে তাদের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সেবা দেওয়া যায়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট