কক্সবাজারের পেকুয়ায় মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ায় হেরে জুয়াড়ির হামলায় পাওনাদারকে পিটিয়ে আহত করেছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৯ টায় উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া বাজার কামাল চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
জুয়াড়ির হামলায় আহত শাহজাহান (২৫)কে স্থানীয়রা উদ্ধার করে নুর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়।
আহত শাহাজাহান পেকুয়া সদর ইউনিয়নের চরপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার কামাল হোসেনের পুত্র জাকের হোসেন (২৫) ৪ দিন আগে প্রবাস ফেরত আবু তালেবের মোবাইল বন্ধক দিয়ে অনলাইনে জুয়া খেলে, পরে বন্ধককৃত টাকা দিয়ে জুয়া খেলে হেরে যায় জাকের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আবু তালেব প্রবাসে চলে যাওয়ার সময় এলে বন্ধককৃত মোবাইল ছাড়িয়ে নিতে শাহজাহানের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয়। পরে জাকের ওই মোবাইলও জুয়া খেলে হারিয়ে ফেলে।
ঘটনার সময় শাহজাহান ধারের টাকা পরিশোধের কথা জাকেরকে বললে উত্তেজিত হয়ে শাহাজাহানের উপর হামলা চালায়। হামলায় শাহাজাহান রক্তাক্ত হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পেকুয়ায় পাড়া-মহল্লার স্টেশনগুলোতে প্রতিনিয়ত উঠতি বয়সের যুবকের মোবাইল জুয়ার আসর বসে এবং গভীর রাত পর্যন্ত এ আসর চলমান থাকে। এসব পাড়া-মহল্লায় অভিযান চালিয়ে মোবাইল জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
পূর্বকোণ/এমরান/এএইচ