চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে যুবককে কুপিয়ে হত্যা

টেকনাফ সংবাদদাতা

১৩ জুন, ২০২৪ | ১০:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে পূর্বশত্রুতার জের ধরে রেজাউল করিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম (৩০) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার হামিদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

তিনি বলেন, ‘জমি নিয়ে পূর্ব শত্রুতার পাশাপাশি প্রতিপক্ষের লোকজনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নিহত রেজাউল করিম প্রধান আসামি ছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে খুনের এ ঘটনা ঘটিয়েছে। এরপরও খুনের ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে’।

পূর্বকোণ/কাশেম/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট