চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

১৩ জুন, ২০২৪ | ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টায় সদরঘাট থানার বাংলাবাজার স্ট্যান্ড রোডের আমির হোসেন দোভাষ সড়কে বিক্ষোভ করেছে আদিলা গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা।

এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন-বোনাস পরিশোধের ব্যাপারে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শ্রমিকেরা বলেন, আমাদের সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি। প্রতি মাসের ২৩ থেকে ২৮ তারিখ আমাদের বেতন দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। আমাদের এ মাসে হাফ বেতন দেওয়ার কথা বলেছে। তালা মেরে রাখা হয়েছিল আমাদের। তালা ভেঙে আমরা নিচে আন্দোলনে এসেছি। আমাদের দাবি, প্রতিমাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দিতে হবে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সাথে আলোচনা করে আজকেই (বৃহস্পতিবার) বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে শ্রমিকেরা পুনরায় কাজে ফিরে যায়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট