চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে অবৈধভাবে যানবাহন পার্কিং, ৮ জনকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১২ জুন, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

সড়কের উপর অবৈধভাবে পার্কিং করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় আট যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১২ জুন) বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটটি গাড়িকে ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

 

তিনি বলেন, ঈদকে সামনে রেখে যানজটমুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় বিকেল ৪টা থেকে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট