চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে হান্টার

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও মাদক মামলায় দোষী প্রমাণিত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্য আদালতের জুরিরা এই ফৌজদারি মামলার তিনটি অভিযোগেই হান্টারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের সন্তান কোন অপরাধে দোষী সাব্যস্ত হলেন। ৮১ বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, ঠিক সে সময়ই তার ছেলের বিচারের এই রায় প্রতিদ্বন্দ্বীদের জন্য সুবিধা বয়ে আনতে পারে।

 

এদিকে, মঙ্গলবার আদালত হান্টারকে দোষী সাব্যস্ত করার পর জো বাইডেন একটি বিবৃতি দিয়ে বলেছেন, তিনি মামলার রায় মেনে নিয়েছেন এবং বিচার প্রক্রিয়াকে সম্মান করবেন। হান্টার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বলেও জানান তিনি।

 

বিচারক হান্টার বাইডেনের সাজা ঘোষণার কোন দিন নির্ধারণ করেননি। তবে সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন