ফ্লোরিডার টানা বৃষ্টিতে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে গেল নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ। তাতে দুই দল এক পয়েন্ট ভাগাভাগি করায় টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে লঙ্কান দল। বিপরীতে সুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার। তারা গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সুপার এইট।
তারপরও সুপার এইটে যাওয়ার সুযোগ আছে লঙ্কানদের! কিন্তু সেটা নির্ভর করছে নানা কষ্ট কল্পনার ওপর। যেমন- তাদের আশায় থাকতে হবে ১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটা যেন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তারপর ডাচদের হারাতে হবে।
দক্ষিণ আফ্রিকার কাছে নেপালকেও হারতে হবে বড় ব্যবধানে! তারপর নেপাল বাংলাদেশকে কম ব্যবধানে হারাতে পারলেই সুযোগ মিলবে তাদের!
নেপালেরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি নেদারল্যান্ডসকে বাকি দুই ম্যাচ হারতে হবে!
‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রানরেটের কারণে দুইয়ে অবস্থান করছে। নেদারল্যান্ডসেরও দুই ম্যাচে দুই পয়েন্ট। তাদের অবস্থান তিনে। নেপাল ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে সবার নিচে।
পূর্বকোণ/মাহমুদ