চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে লোহাগাড়ায় আটক ৩

লোহাগাড়া সংবাদদাতা

১১ জুন, ২০২৪ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে পুলিশ পরিচয়ে প্রতরণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

আটকরা হল- চট্টগ্রাম নগরীর বহদ্দার বাড়ি এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক চৌধুরী (৩৪), তার ভাই মহি উদ্দীন (২৫) ও একই এলাকার মৃত ইদ্রিসের ছেলে ইলিয়াস রাহুল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতারক তিনজন পদুয়া বাজারে ভাসমান দোকানি নুরু সওদাগরের কাছ থেকে দুই হাজার ৪ শ টাকার আম ও লিচু নিয়ে টাকা না দিয়ে চলে যেতে থাকে। বিক্রেতা টাকা চাইলে তারা বলেন, তারা পুলিশের লোক। দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় জনগণ দৌঁড়ে গিয়ে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পারভেজের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, জনতার হাত থেকে তিনজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনা যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট