চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

টেকনাফ সংবাদদাতা

১০ জুন, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। অভিযানে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

 

গ্রেপ্তার কারবারি সাদিয়া আক্তার (২২) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পেন্ডলপাড়া আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী। অভিযানে আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

 

সোমবার (১০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

 

তিনি আরও জানান, অভিযানে আরও তিন কারবারি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট