চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কোদালের কোপে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত ফজল আহমদ (৫২) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী মিঞার ছেলে।
এ ঘটনায় ঘাতককে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবুল কাশেম (৫৩) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুব পাড়ার সাচি মিঞার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দীন বলেন, দু’জনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। আজকে আমাদের এলাকায় সপ্তাহিক বাজারের দিন। গ্রেপ্তার আবুল কাশেম বাজারের দিকে যাওয়ার সময় নিহত ফজলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম কোদাল দিয়ে কোপ মারে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কোদালের কোপে ফজল আহমদ নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত আবুল কাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ