চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৫ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ফটিকছড়ি সংবাদদাতা

৯ জুন, ২০২৪ | ১:৩৫ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

রবিবার (৯ জুন) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

 

জানা যায়, আগুনে পান বাজার এলাকার তিলক পালের মুদি দোকান, মো. এস্কান্দরের চালের দোকান, ইলিয়াছের মুদির গুদাম, মাহমুদের পান দোকান, মৃদুল নাথের মালের গুদাম পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

 

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফটিকছড়ির দুটি এবং হাটহাজারীর একটি ইউনিট আগুন নেভাতে এগিয়ে আসে। তাদের ও স্থানীয়দের চেষ্টায় সকাল ৭টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যায়।

 

পূর্বকোণ/এসএ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট