চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৪ | ৫:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির চাপায় মো. তৌহিদুল ইসলাম রিফাত (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রিফাত চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরী নগর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

 

বুধবার (৫ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকার ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কের কদম রসুল এলাকা অতিক্রমের সময় হঠাৎ একটি গাড়িকে ওভারটেকের পর ব্রেক করেন মোটরসাইকেল আরোহী রিফাত। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের মাঝখানে পড়ে যান তিনি। এসময় একইমুখী দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনা পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট