চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ড্রেজারের ধাক্কায় সেতু ভেঙে আহত ২, ‘দুর্ভোগে’ বোয়ালখালীর হাজারও মানুষ

বোয়ালখালী সংবাদদাতা

৬ জুন, ২০২৪ | ২:৫৮ অপরাহ্ণ

বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

 

বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগের জন্য এই সেতু ব্যবহার হয়ে আসছে। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারও বাসিন্দা।

 

বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতরে পাড়ে উঠেছেন।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত পারাপারের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি সাম্পানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট