চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

বাঁশখালী সংবাদদাতা

৫ জুন, ২০২৪ | ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ৬১ হাজার ৫১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরানুল হক আনারস প্রতীকে ২১ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন। ঘোড়া প্রতীকে শেখ ফখরুদ্দিন চৌধুরী ১ হাজার ২৬৯ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী জাহিদুল হক চৌধুরী মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭৬ ভোট।

 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী মোহাম্মদ হোছাইন (বই) ২১ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী আক্তার হোসেন (তালা) পেয়েছেন ১৬ হাজার ২৩৭ ভোট, মোহাম্মদ আরিফুর রহমান (টিয়া পাখি) পেয়েছেন ৮ হাজার ১৮৮ ভোট। ইমরুল হক চৌধুরী (টিউবওয়েল) ৬ হাজার ৭৯ ভোট পেয়েছেন। আরিফুজ্জামান চৌধুরী (চশমা) পেয়েছেন ১৬ হাজার ১৮৩ ভোট, ওসমান গনি (মাইক) পেয়েছেন ১০ হাজার ২৭০ ভোট এবং এম এ মালেক মানিক (উড়োজাহাজ) পেয়েছেন ৫ হাজার ২৯ ভোট।

 

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরিমন আক্তার (ফুটবল) ৪৫ হাজার ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহেনা আক্তার (কলস) পেয়েছেন ১৯ হাজার ৫৬০ ভোট এবং ইয়ামুন নাহার (প্রজাপতি) পেয়েছেন ১৩ হাজার ৩৩৮ ভোট।

 

বুধবার (৫ জুন) রাতে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। ১১৫টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৪ জন।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট