চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হালিশহর থানার অভিযানে ১৪ জন জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৪ | ১০:৩১ অপরাহ্ণ

নগরীর হালিশহর থানা এলাকা থেকে ১৪ জন জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৪ জুন) দিবাগত রাতে হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার বইল্যার কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ।

 

তিনি জানান,  গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে হালিশহর থানাধীন ছোটপুল এলাকার  হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড বইল্যার কলোনিতে অভিযান পরিচালনা করে নগদ ২ হাজার ১০০ টাকা এবং তিন বান্ডেল তাসসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তাররা হলেন : রবিউল হোসেন (২৫),  মো. রফিক হাওলাদার প্রকাশ বাচা (২৯),  আব্দুস সালাম (৩৫),  রবিউল আউয়াল (৩৩), সোহেল (৩৫), মো. কাউসার (২৯), শহিদুল ইসলাম (৪৪), মো. রেজাউল ইসলাম (৪৫),  নুর নবী (২০),  শিপন মিয়া (২৮), মো. ইসমাইল (৪৪),  মো. মাসুদ (২৬),  মো.সবুজ ইসলাম (১৮) ও  মো. সুমন হোসেন (৪৪)।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট