চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ঈদগাঁওয়ে ইয়াবা উদ্ধার, পুলিশ সদস্যসহ আটক ৩

ঈদগাঁও সংবাদদাতা

৫ জুন, ২০২৪ | ১০:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন থেকে ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

বুধবার (৫ জুন) বিকেলে ঈদগাঁও গরু বাজার থেকে তাদের আটক হয়।

 

আটকরা হল- চট্টগ্রামের কাঁকড়াছড়ি এলাকার বাসিন্দা ও উখিয়া কোর্ট বাজার রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ সদস্য শরিফুল ইসলাম, মতিউর রহমানের ছেলে মো. শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুছালাম।

 

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ উল্লেখিতদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সাব ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা মুকুল।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বাসস্টেশন এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন এপিবিএন এর সদস্য রয়েছে। এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।

 

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট