চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিআইইউতে ওরিয়েন্টেশন অনুষ্ঠান কাল

বিজ্ঞপ্তি

৫ জুন, ২০২৪ | ৫:১০ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ভর্তি হওয়া সামার ২০২৪ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) অনুষ্ঠিত হবে।

 

সকাল সাড়ে ১০টায় নগরীর জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি)-এর চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশীদ।

 

সভাপতিত্ব করবেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচিতে থাকছে কথামালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা ছাড়াও সিআইইউর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

এর আগে উৎসবমুখর পরিবেশে সিআইইউতে দুই দফায় অনুষ্ঠিত হয়েছে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা। এতে চট্টগ্রাম নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন