চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল রাখাইন নারীর

টেকনাফ সংবাদদাতা

৪ জুন, ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ণ

টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ এক রাখাইন নারীর মৃতদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনচা অংয়ের স্ত্রী মাগংঅং (৫১)।

 

সোমবার (৩ জুন) রাত ৮টায় নাফ নদীর হ্নীলা অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

ভিকটিমের স্বামী থোয়াইনচা অং জানান, সোমবার সকালে মাগঅং কাঁকড়া ধরতে নাফ নদীর কেওড়া বাগানের দিকে যায়। পরে বাড়িতে ফিরে না আসায় নাফ নদীর বিভিন্ন অংশে খোঁজ করা হয়। এক পর্যায়ে নিখোঁজের ১৪ ঘণ্টা রাত ৮টায় নাফ নদীর হ্নীলা অংশে মাগংঅংয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বয়স্ক এক রাখাইন নারী নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছিল।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফ নদী থেকে মাগংঅংয়ের মৃতদেহ উদ্ধারের পরে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট