চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অনুমোদন না নিয়ে বিদেশি খাদ্যপণ্য বিক্রি, জিইসির লাজ ফার্মাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৪ | ১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের জিইসিতে অনুমোদন না নিয়ে বিদেশি খাদ্যপণ্য বিক্রিসহ নানা অপরাধে লাজ ফার্মা নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ জুন) ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

 

তিনি বলেন, আজ সকালে জিইসি এলাকায় লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিশু খাদ্যসহ অন্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের ওজন-পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজ ও প্রমাণ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদ না নিয়ে বিদেশি খাদ্যপণ্য বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট