চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খেলতে গিয়ে স্কুল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত বোয়ালখালীতে

বোয়ালখালী সংবাদদাতা

৩ জুন, ২০২৪ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিদ্যালয়ের ভবনের দ্বিতীয়তলা থেকে পড়ে নিপা বিশ্বাস (১১) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

 

সোমবার (৩ জুন) দুপুর ২টায় বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী প্রবর্তক হেম-পঙ্কজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থী পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার শ্যামল বিশ্বাসের মেয়ে।

 

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া বিশ্বাস জানান, দুপুরে টিফিন বিরতির সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিপা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। এ সময় সে বারান্দা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। নিপা হাতে-পিঠে ও মাথায় আঘাত পেয়েছে।

 

তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার বারান্দায় নিরাপত্তা রেলিংয়ের কাজ শেষ করেনি ঠিকাদার। ফলে এমন দুর্ঘটনা ঘটে। আহত নিপা গতমাসে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছে। সে শান্ত স্বভাবের মেয়ে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট