চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

দুদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু পেকুয়ায়

পেকুয়া সংবাদদাতা

২ জুন, ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল আরিয়ান নামের দুই বছরের এক শিশুর। নিহত আরিয়ান টইটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু ওমরের ছেলে।

 

রবিবার (২ জুন) বিকেল ৫টার দিকে টইটং ইউনিয়নের জান আলী মুরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে আরিয়ানের চাচা আবু তৈয়ব বলেন, বিকেলে আরিয়ান উঠানে সবার সাথে খেলছিল। কোন একসময় সবার অগোচরে খেলার ফাঁকে সে পাশের পুকুরে পড়ে যায়। আরিয়ানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। তারা আরিয়ানকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পিয়াল পাল বলেন, সন্ধ্যা ৬টার দিকে দুই বছর বয়সী এক শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। পানিতে ডুবে শিশুটি মৃত্যু হয় বলে জানান তিনি।

 

উল্লেখ্য, গতকাল সকালেও বারবাকিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাদিমাকাটা এলাকার মুন্নি (৪) ও মনিরা (৩) নামের একই পরিবারের ২ শিশু পানিতে ডুবে মারা যায়।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট