চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সিজেকেএস দাবা লীগে প্রথমবারের মতো চবির অংশগ্রহণ

চবি সংবাদদাতা

৩১ মে, ২০২৪ | ১০:৫৭ অপরাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে সিজেকেএস ১ম বিভাগ দাবা লীগ ২০২৪ এ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দাবাড়ুরা। এতে ৬ নং বোর্ডে সেরা খেলোয়াড় হন চবি চেস (দাবা) ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর। ২৪ মে থেকে শুরু হওয়া ৭ দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয় আজ ৩১ মে।

 

সিজেকেএস দাবা লীগে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অংশ নেয় ১৫ জন দাবাড়ু। গতকাল সন্ধ্যা ৭টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্ট সমাপ্ত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুদেরকে দেখতে যান চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম। চবি চেস ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর বলেন, এ ক্লাব পুনরুজ্জীবিত হয়েছে ৫ মাস আগে। অল্প সময়ে মধ্যেই ক্লাবের সদস্যগণ চট্টগ্রামের বিভিন্ন রেটিং টু্র্নামেন্টে অংশগ্রহণ করতে সক্ষম হচ্ছেন। এতেই আমরা সন্তুষ্ট ও আনন্দিত। তবে পৃষ্ঠপোষকতা পেলে প্রশিক্ষণ কর্মসূচি আরো বাড়ানো যাবে। এতে আমাদের চবির দাবাড়ুরা আরো ভালো ফলাফল করতে সক্ষম হবেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট