চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সন্দ্বীপে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ৯:০৭ অপরাহ্ণ

সন্দ্বীপে পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম অনেক মজুমদার। বুধবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।

 

বুধবার বিকাল ৩টায় শিশু অনেক মজুমদার ঘর থেকে বেড়িয়ে খেলতে গিয়ে ঘরের পাশের পুকুরে ডুবে যায়। তাকে খোঁজাখুঁজি করে আধ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে গাছুয়া ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অনেক মজুমদার কালাপানিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রবি মজুমদার বাড়ির প্রশান্ত মজুমদারের দ্বিতীয় ছেলে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট