চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

২ দিন পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

কক্সবাজার সংবাদদাতা

২৮ মে, ২০২৪ | ৭:৫২ অপরাহ্ণ

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার সকাল থেকে বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফের চালু হয়েছে ফ্লাইট চলাচল।

 

আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ৭টা থেকে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মর্তুজা।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে কোন ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তাজনক কারণে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল। আজ সকালে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুটি কার্গো বিমান ও পরবর্তীতে যাত্রীবাহী বিমান অবতরণ করে।

 

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা পূর্বকোণকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে রানওয়ে বা অন্যান্য স্থাপনায় কোন ক্ষতি হয়নি। তবে ঝড়ের তীব্রতার কারণে বিমান চলাচলের জন্য পরিস্থিতি অনুকূল ছিল না। যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

 

বর্তমানে বিমানবন্দরে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে এবং নির্ধারিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট