চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

কাপ্তাইয়ে পাহাড় ধসের আতংক, নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের প্রচারণা

কাপ্তাই সংবাদদাতা

২৮ মে, ২০২৪ | ১১:২৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পার্বত্য অঞ্চলে থেমে, থেমে হচ্ছে ভারী বৃষ্টিপাত। যার ফলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে আসতে প্রচার প্রচারণা করছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

 

রবিবার থেকে শুরু করে আজ মঙ্গলবার (২৮ মে) কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে কাপ্তাই তথ্য অফিস। বিশেষ করে কাপ্তাই লগ গেট, নতুন বাজার, ঢাকাইয়া কলোনিসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের ব্যাপক আশঙ্কা রয়েছে। তাই সেইসব জায়গাতে বেশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে আসার আহবান জানানো হয়।

 

এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী চলমান ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবিলা করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেমাল পরবর্তী ভারী বর্ষণে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবকরা কাজ করছে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে। আমরাও মাঠে আছি।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট