চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৮ ঘণ্টা পর খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৪ | ৩:০৪ অপরাহ্ণ

দীর্ঘ ১৮ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় এটি খুলে দেওয়া হয়।

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় সকাল সাড়ে ১১টায় এটি খোলা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানেলটি প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর আজ বেলা সাড়ে ১১টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

 

এর আগে রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট