চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

হাটহাজারীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

হাটহাজারী সংবাদদাতা

২৫ মে, ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মগ্যারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

 

নিহতরা হলেন- আবদুল মোতালেব (৭০) ও আবছার (৬০)। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফটিকছড়ি থেকে একটি বাস (খাগড়াছড়ি -জ- ০৪-০০২০) যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল। মির্জাপুর ইউনিয়নের মুছার দোকান সংলগ্ন এলাকায় নাজিরহাটমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হয়।

 

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, আঞ্চলিক মহাসড়কে একটি বাস পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় অটোরিকশায় আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট