চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ৩৪ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত কয়েকটি চাবিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাজু প্রকাশ সাজু ভুঁইয়া (৩০) ও মো. ফয়সাল (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।
তিনি বলেন, গত ২১ মে রাতে দেওয়ানবাজারের মাছুয়াঝর্ণা এলাকায় একটি ঘর থেকে ঢুকে ১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় গতকাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া ৩৪ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত কয়েকটি চাবি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ