চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ১ হাজার ৮০০টি ইয়াবাসহ আবদুস সাত্তার (৪২) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (২২ মে) তক্তারপুল খালপাড় আবু তাহের কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পরিদর্শক ইকবাল হোসেন বলেন, তক্তারপুল খালপাড় আবু তাহের কলোনির সামনে থেকে ১ হাজার ৮০০টি ইয়াবাসহ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ