চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় জমি বিরোধের জেরে একজন নিহত, আহত ২

পেকুয়া সংবাদদাতা

২১ মে, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ মে) আনুমানিক দুপুর ২টায় শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা দরবার পাড়া নামক স্থানে প্রতিপক্ষ আব্দুল করিমের কিরিচের আঘাতে মো. আব্দুল কাদেরের (৪০) মৃত্যু হয়। এ সময় নিহতের ভাই নুরুল কবিরসহ আরও দুইজন আহত হয়েছেন।

 

আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত মো. আব্দুল কাদের একই এলাকার আকবর আহমদের ছেলে। নিহতের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

 

ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করে। আটকরা হল- শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া দক্ষিণ জোন এলাকার আহমেদ হোসাইনের ছেরে আব্দুল করিম ও তার ভাই রুহুল আমিন।

 

এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট