চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ফুটপাত দখল ও লাইসেন্সবিহীন ব্যবসা : ৫ ব্যক্তিকে জরিমানা

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৪ | ৮:৪১ অপরাহ্ণ

ফুটপাত দখল ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৫ ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই জরিমানা আদায় করেন।

 

অভিযানে নগরীর ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য লোহার সিঁড়ি স্থাপন করে সর্বসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভবন মালিককে ২০ হাজার এবং একই অভিযানে আগ্রাবাদ মোল্লাপাড়া এলাকায় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে ৪ ব্যক্তিকে ১৬ হাজারসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট