চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রতীক পেয়ে মাঠে বাঁশখালী উপজেলার ১৪ প্রার্থী

বাঁশখালী সংবাদদাতা

২০ মে, ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে এলাকায় ফিরে গণসংযোগ শুরু করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সোমবার (২০ মে) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন।

 

নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম দোয়াত কলম, ছাত্রনেতা মুহাম্মদ এমরানুল হক ইমরান আনারস, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী ঘোড়া ও দক্ষিণ জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক চৌধুরী মার্শাল মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

ভাইস চেয়াম্যান পদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন তালা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরুল হক চৌধুরী ফাহিম টিউবওয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আরিফুজ্জামান আরিফ চশমা, উপজেলা কৃষকলীগের সহ-সম্পাদক আরিফুর রহমান সুজন টিয়া পাখি, এম এ মালেক মানিক উড়োজাহাজ, মো. ওসমান গণি মাইক ও মোহাম্মদ হোসাইন বই প্রতীক পেয়েছেন।

 

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহেনা আকতার কাজমি কলস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার প্রজাপতি ও নারী নেত্রী নুরীমন আক্তার ফুটবল পান।

 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রত্যেককে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বাঁশখালী উপজেলায় ১৪ ইউনিয়ন ও পৌরসভায় ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন ভোটার রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।

 

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট