চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঘরের খাটের নিচে মদ, বোয়ালখালীতে নারী ধরা

বোয়ালখালী সংবাদদাতা

১৯ মে, ২০২৪ | ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের খাটের নিচ থেকে ১৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় জেসমিন আক্তার (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার জেসমিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

 

শনিবার (১৮ মে) রাত ৯টায় উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের বহনা বিল এলাকার মো. জুয়েলের বসতঘর থেকে এসব চোলাইল মদ উদ্ধার করা হয়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, বসতঘরের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫ লিটার চোলাই মদ জব্দ এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নারী ও তার স্বামী জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট