চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পুলিশ সদস্য সেজে গাড়ি ছাড়াতে ট্রাফিক অফিসে তদবির, আটক ২

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

নারী পুলিশ কনস্টেবল সেজে ভ্যান গাড়ি ছাড়াতে নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের কার্যালয়ে তদবির করতে গিয়ে আটক হয়েছে ২ জন। গতকাল মঙ্গলবার (১৪) সন্ধ্যা সাতটার সময় নগরীর আগ্রাবাদ ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের ইউনিফর্মের ২টি শার্ট, একটি প্যান্ট, পুলিশের বেল্ট ও ক্যাপ। 

 

আটকরা হলেন – শাহনাজ আক্তার শান্তা (১৯)  ও মো. মনির মিয়া (৫১)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী। তিনি বলেন,ভ্যানগাড়ির মালিক মনির মিয়া নামের এক লোককে চাচা সাজিয়ে শাহনাজ আক্তার নিজেকে পরিচয় দেন পুলিশের নারী কনস্টেবল হিসেবে। এসময় সে আটক ভ্যানগাড়িটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে জেরা করা হয়। একপর্যায়ে ওই তরুণী স্বীকার করেন তিনি পুলিশ সদস্য নন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মনির মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শান্তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বেপারিপাড়া এলাকায় তার ভাড়া বাসা থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট